শনিবার গুয়াহাটিতে হতে চলেছে কলকাতা ডার্বি। তার আগে শুক্রবার যুবভারতীর প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মোহনবাগান কোচ মলিনা।ডার্বি প্রসঙ্গে তিনি জানান ' ইস্টবেঙ্গল ভালো দল । পয়েন্টের ব্যবধানে আমরা এগিয়ে থাকলেও এই ম্যাচ সহজ হবেনা । ওরাও জিততেই চাইবে '। বেশ কিছুদিন ধরেই একটি ছবি ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে । স্টেডিয়াম লাগোয়া হোটেল হায়াতে থাকছে মোহনবাগানের গোটা দল । প্র্যাক্টিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের অনুশীলন চলাকালীন সেই হোটেলেরই একটি জানালা থেকে কাউকে মোবাইলে অনুশীলনের ছবি তুলতে দেখা যায় । মোহনবাগানের তরফ থেকে কোনো গুপ্তচর এই কাজ করেছেন কিনা , এই বিষয়ে মলিনা বলেন ' আমরা হায়াতেই থাকছি এটা সকলেই জানে । তবে এই বিষয়ে আমি কিছুই জানিনা । আমি আমার দলকে নিয়েই বেশি মনসংযোগ করতে চাই । এইসব ফালতু বিষয়ে আমি মাথাঘামাতে চাইনা '।আশিক থাপারা না থাকায় কিছুটা সমস্যা হলেও মলিনা বলেন ' চোট তো খেলারই অঙ্গ , আমি কেন অজুহাত দিতে চাইনা । আমার দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে । তাই আমি খুব একটা চিন্তিত নই '। তার দল বেশ কয়েকটি ম্যাচে শেষের দিকে কামব্যাক করেছে । তবে শনিবারের ডার্বিতে ভালো খেলতে হবে পুরো ৯০ মিনিটই । এই কথাই জানালেন মলিনা ।
শনিবারের ডার্বির আগে অবশ্য বোঝা গেলো দুই শিবিরের দুই রকম চিত্র । একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গলের শরীরি ভাষাতে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট । অন্যদিকে টেবিলের মগডালে থাকা মোহনবাগানের আত্মবিশ্বাসও রয়েছে তুঙ্গে । তবে ডার্বির ইতিহাসে অনেকসময়ই দুর্বল দলটি ম্যাচ জিতে বেরিয়ে গেছে । তাই যথেষ্ট সাবধানী হতে হবে মোহনবাগান দলকে । অন্যদিকে পিছিয়ে থেকেও ম্যাচটা জিততে নিজের সর্বস্ব দিতে চান ইস্টবেঙ্গলের ফুটবলাররা ।
Comments :0