Premier league

আজ ইপিএলের ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে চেলসি

খেলা

Premier league

আজকের রবিবাসরীয় সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগের মহারন। একে ওপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে ইংল্যান্ডের দুই নামজাদা ক্লাব আর্সেনাল এবং চেলসি। বর্তমানে লিগের যা পরিস্থিতি মিকেল আর্তেতার ছেলেরা তালিকার সবার শীর্ষে রয়েছে। লিগের শেষ খেলাতে গানাররা ৫-০ গোলের বিশাল ব্যবধানে নটিংহ্যাম ফরেস্টকে পরাজিত করেছে। এছাড়া ইউরোপা লিগের গ্রুপ পর্যায়ে নিজেদের গ্রুপে সেরা হয়েই শেষ ষোলোর ছাড়পত্র আদায় করেছে গ্যাব্রিয়েল জেসুসরা। বলতে গেলে এই মরশুমে লাল-সাদা জার্সিধারীরা স্বপ্নের দৌড়ে এগিয়ে চলেছে। তাই রবিবারের ম্যাচে গ্রাহাম পটারের চেলসিকে হারিয়ে লিগ তালিকায় নিজেদের স্থান আরও মজবুত করতে চাইবে মিকেল আর্তেতার ছেলেরা।
উলটোদিকে, চেলসি লিগ তালিকার ছয় নম্বরে রয়েছে। লিগের শেষ ম্যাচ ব্রাইটনের কাছে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে ব্লুস বাহিনীকে। তবে চ্যাপিয়ন্স লিগের খেলাতে শেষ ম্যাচ ডায়নামো জাগ্রেবকে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করে নিজেদের গ্রুপ-সি র সেরা হয়েই রাউন্ড অব সিক্সটিনে প্রবেশ করেছে ইংল্যান্ড জায়ান্টরা। তাই ধরে নেওয়া যেতেই পারে  থিয়াগো সিলভারাও খুব একটা খারাপ ছন্দে নেই। আর্সেনালের বিরুদ্ধে জিতে তালিকায় নিজেদের স্থান আরও সামনের সারিতে নিয়ে যাওয়াটা পাখির চোখ প্রাক্তন ইপিএল চ্যাম্পিয়নদের।
আবার, রবিবারে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ আস্টন ভিলা। এরিক টেন হাগের ম্যান ইউ লিগ বর্তমানে লিগ তালিকার ৫ নম্বরে রয়েছে। শেষ ম্যাচ ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়েছে রেড ডেভিলস বাহিনী। আবার ইউরোপা লিগেও শেষ ম্যাচ স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রোনাল্ডোরা। অল্পের জন্য গোল পার্থক্যের বিচারে গ্রুপের দ্বিতীয় হয়েছে দিয়োগো দালতেরা। ইউরোপা লিগের শেষ ষোলোতে সরাসরি প্রবেশ করতে না পারলেও ! তবে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ব্রুনো ফার্নান্ডেস অ্যান্ড কোম্পানি। তাই ইপিএলের ম্যাচে আস্টন ভিলার বিরুদ্ধে জেতার জন্য পুরোপরি ভসাবে ঝাঁপাবে মার্কাস রাশফোর্ডরা। 
       (আর্সেনাল বনাম চেলসি ( সন্ধ্যা ৫.৩০)
       ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আস্টন ভিলা ( সন্ধ্যা ৭.৩০) ।
 

Comments :0

Login to leave a comment