Purulia Shootout

আদ্রায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

রাজ্য জেলা

Purulia Shootout


ভর সন্ধ্যাবেলায় পুরুলিয়া আদ্রা শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবেকে পার্টি অফিসে গুলি চালাল দুষ্কৃতিরা। সঙ্গে থাকা রাজ্য পুলিশের একজন কনস্টেবল ও গুলিবিদ্ধ হন। দ্রুত তাদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধনঞ্জয় চৌবে (৪৮)। পরপর কয়েক রাউন্ড গুলি চলে বলে খবর তৃনমূল সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই গুলি কাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদ্রা শহরে। এর আগেও একাধিকবার এই আদ্রা শহরে গুলি চালনার ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে পার্টি অফিসের ভিতরে ধনঞ্জয় চৌবে আরো বেশ কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে বসেছিলেন। সেই সময় মোটরসাইকেল করে আসা তিনজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দ্রুত চম্পট দেয় এলাকা থেকে। সেই গুলিতে গুরুতর জখম হন ধনঞ্জয় যৌবে এবং রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাস। হাসপাতাল সূত্রে জানা গেছে শেখর দাসকে চিকিৎসার জন্য দুর্গাপুরে পাঠানো হয়েছে। ঘটনার বিষয় জেলা তৃণমূল সভাপতিকে  ফোন করা হলেও তিনি সেই ফোন ধরেননি।

Comments :0

Login to leave a comment