RAM MANDIR

রাম মন্দিরের নামে টাকা তুলছে জালিয়াতরা, অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের!

জাতীয়

ram mandir qr scanner scam vhp ram mandir bengali news

২০২৪’র জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে সামনে এসেছে অভিনব এক জালিয়াতির অভিযোগ। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের তরফে অভিযোগ করা হচ্ছে, রাম মন্দির তৈরির জন্য সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করছে জালিয়াতরা।

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তর প্রদেশ নামে একটি পেজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পেজটি ভুয়ো। এই পেজের তরফে জালিয়াতরা একটি কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষের থেকে রাম মন্দির তৈরির জন্য আর্থিক সাহায্যের নামে টাকা সংগ্রহ করছে। এই টাকা রাম মন্দির ট্রাস্টের কাছে পৌঁছচ্ছে না। আমরা সাধারণ মানুষকে এই পেজ সম্পর্কে সাবধান করছি।’’

এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবারও করেছে বিশ্ব হিন্দু পরিষদ। উত্তর প্রদেশ এবং দিল্লি পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। 

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, জালিয়াতদের দেওয়া নম্বরে ফোন করে তাঁদের সঙ্গে কথা বলেন এক বিশ্ব হিন্দু পরিষদ কর্মী। সেই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে। অভিযোগ, সেখানে এক জালিয়াতকে বলতে শোনা গিয়েছে, ‘‘যতটা সম্ভব আর্থিক সাহায্য করুন। সাহায্যকারীদের নাম আমরা ডায়েরিতে লিখে রাখছি। মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হলে তাঁদের অযোধ্যায় আমন্ত্রণ জানানো হবে।’’

সেই অডিও ক্লিপে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনি নিশ্চয় জানেন অযোধ্যায় রাম মন্দির তৈরি করা নিয়ে মুসলিমদের সঙ্গে লড়াই চালাতে হচ্ছে হিন্দুদের। মুসলিমরা মন্দির তৈরিতে বাধা দিচ্ছে। তাই মন্দির তৈরির জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হিন্দুরা অর্থ সংগ্রহ করছে।’’

ওয়াকিবহাল মহলের বক্তব্য, রাম মন্দির নির্মাণকে ঘিরে গোটা দেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িক ভাষ্য এবং জিগির ছড়িয়েছে বিজেপি এবং সংঘ পরিবার। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে আর্থিক দুর্নীতি করছে দুষ্কৃতীরা। রাম মন্দির তৈরির সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ হামলা চালিয়েছে, বা মন্দির তৈরিতে বাধা দিয়েছে, এই অভিযোগ অতি বড় বিজেপি নেতাও করতে পারেননি। কিন্তু সেই প্রচারও চলছে। এমন ভিডিও-তে ‘জালিয়াতরা’ খুব সহজে বলতে পারছে যে মন্দির তৈরিতে সমস্যা হচ্ছে বাধা আসছে। 

যদিও বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, ‘‘অযোধ্যায় মন্দির তৈরির দায়িত্ব শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের। তাঁরা কাউকে টাকা সংগ্রহের দায়িত্ব কিংবা অনুমতি দেননি। সাধারণ মানুষের কাছে আবেদন, জালিয়াতদের ফাঁদে পা দেবেন না।’’

 

 

Comments :0

Login to leave a comment