কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ডার্বিতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ২-২ গোলে ড্র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। সবুজ মেরুনের হয়ে সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, শুভশিস বোস, দিমিত্রি পেত্রাতোস, কিয়ান নাসিরি, হেক্টর, সাদিকু এবং ভিশাল কেইথ নজর কাড়ার চেষ্টা করেন। অন্যদিকে লাল হলুদের হয়ে ভালো খেলেন হিজাজি মাহের, নিশু কুমার, সল ক্রেসপো, নন্দকুমার, ক্লেইটন সিলভা এবং নাওরেম মহেশ। কিন্তু মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন না হুগো বুমোস।
খেলার শুরু থেকেই ইস্টবেঙ্গলের আক্রমণে রীতিমতো চাপে পড়ে যায় মোহনবাগান। ম্যাচের ৩ মিনিটে অজয় ছেত্রীর গোলে প্রথমেই লিড নেয় লাল হলুদ ব্রিগেড। কিন্তু হাল ছাড়েনি বাগান শিবির। ঠিক ১৭ মিনিটের মাথায়, সাদিকুর গোলে সমতা ফেরায় মোহনবাগান। শেষপর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ক্লেইটন সিলভার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কুয়াদ্রাতের ছাত্ররা। কিন্তু ফিরে আসা যেন রক্তে আছে মোহনবাগানের। খেলার ৮৭ মিনিটে আবারও সমতা ফেরায় তাঁরা। শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় ২-২ ফলাফল নিয়ে।
Comments :0