২০২৪ এর শেষটা একদমই ভালো গেলোনা ভারতীয় দলের। বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পর্যদুস্ত হল ভারত। তার পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্সি নিয়ে এবার উঠে গেল প্রশ্ন। বুমরাহকে মাত্রাতিরিক্ত বোলিং করানোয় বিতর্কের মুখে পড়েছেন রোহিত। তবে এই বিষয়ে তার সাফ বক্তব্য 'একটা বোলারকে এতগুলো ওভার করানোটা একটু ঝুঁকিপূর্ণ কাজ। প্রত্যেকটা বোলাররের শ্রমক্ষমতার ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে। কিন্তু বুমরাহ এখন নিজের চূড়ান্ত ফর্মে রয়েছে। তাই তার এই ফর্ম ক্রমান্বয়ে আরো বৃদ্ধি করার জন্যেই আমরা ওকে বেশি ব্যবহার করেছি ' ।
বুমরাহ ছাড়াও রোহিতের অধিনায়কত্বের অন্যান্য বিষয়গুলিও রয়েছে যথেষ্ট প্রশ্নের মুখেই। প্রত্য়েকটি ম্যাচেই আলাদা লাইনআপ সেট করায় একটি দল সেট করতে ব্যর্থ রোহিত শর্মা। প্রত্যেকটি ম্যাচে ব্যাটারদের আলাদা আলাদা জায়গায় খেলানোয় ব্যাহত হয়েছে দলের ভারসাম্য। এছাড়াও তিনি নিজেও এখন সেরা ফর্মে নেই। গিলের মতন খেলোয়াড়কে ওপেনিংয়ে সুযোগ না দেওয়া, কোচ এবং অধিনায়কের প্রতিটি ম্যাচেই অতিরিক্ত পরীক্ষানিরীক্ষাই ডোবাচ্ছে গোটা দলকে। তবে নিজের ৪৪তম টেস্টে বুমরাহ কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সবচেয়ে বেশি উইকেটসংগ্রাহক এখন বুমরাহই । এছাড়াও রবীন্দ্র জাদেজার সঙ্গে যুগ্মভাবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।
Comments :0