Rohit Vemula mother

ভারত জোরো যাত্রায় রাহুলের সঙ্গে রোহিতের মা রাধিকা ভেমুলা

জাতীয়

কংগ্রেসের ভারত জোরো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা (Rohith Vemula)। এদিন সকালে রাধিকা ভেমুলাকে রাহুল হাত ধরে হাটতে দেখা যায় হায়দরাবাদের রাস্তায়। পরে এই যাত্রার ছবি টুইট করেন রাধিকা ভেমুলা। আরএসএস বিজেপির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়ায়ের কথা বলেন তিনি। এছাড়াও রোহিত আইন নিয়েও তিনি বলেন যে এই আইন পাশ করার মাধ্যমে দলিত ও সমাজে পিছিয়ে পরা মানুষের অধিকার বাড়বে।
প্রসঙ্গত ২৬ বছরের রোহিত ভেমুলা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কিন্তু দলিত হওয়ায় বিশ্ববিদ্যলায়ের মানষিক নির্যাতনের শিকার হন রোহিত। মানষিক নির্যাতন সহ্যকতে না পেরে কার্যত ২০১৬ সালরে ১৭ জানুয়ারী আত্মহননের পথ বেছে নেন রোহিত। এই ঘটনা দেশ জুড়ে আলোরন সৃষ্টি করে। দেশের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে শ্রেনী বিভাজনের প্রশ্ন উঠে আসে।

Comments :0

Login to leave a comment