Selfie Death

ফের সেলফি কাড়ল কিশোরের প্রাণ

জেলা

Selfie Death

সেলফি তুলতে গিয়ে আবারও মৃত্যুর ঘটনা ঘটল। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের। ঈদের খুশি মানাতে চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। ঘটনাটি ঘটে শনিবার সকাল দশটা নাগাদ কাটোয়া ব্যান্ডেল রেল লাইনের পূর্বস্থলী স্টেশনে নিকট। মৃত আজাদ শেখের (১৪) বাড়ি পূর্বস্থলী থানার মাজিদা গ্রাম পঞ্চায়েতের বাবুইডাঙ্গা গ্রামে।

 পারিবারিক সূত্রে জানা গেছে সে এদিন ঈদের নামাজ পড়ে বন্ধুদের সাথে ট্রেনে ঘুরতে বেরিয়েছিল। পূর্বস্থলী স্টেশনের নিকট চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে পিলারে ধাক্কা লাগে। তাতেই সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথম তাকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই সে মারা যায়। এদিন দুপুরে কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Comments :0

Login to leave a comment