SFI

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেল ঘেরাও এসএফআইয়ের

রাজ্য কলকাতা

প্লেসমেন্টের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেল ঘেরাও করলো এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্লেসমেন্ট সেলের অফিসের সামনে বসে পড়ে অফিস ঘেরাও করেন এসএফআই কর্মীরা। তাদের দাবি অবিলম্বে প্লেসমেন্ট বিভাগ চালু করতে হবে।
উল্লেখ্য প্লেসমেন্ট সেলের কাজ হলো পড়ার শেষে ছাত্রছাত্রীদের কাজের বা বিভিন্ন সুযোগের খোঁজ দেওয়া। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ। বার বার এসএফআইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই বিভাগকে সচল করার জন্য। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে।
এদিন এসএফআই নেতা মাল্যবান গাঙ্গুলি বলেন, ‘‘আমরা এসেছিলাম ডেপুটেশন দিতে। কিন্তু এসে জানতে পারি যে রেজিস্টার আসেননি। যেদিন করে আমরা কোন দাবি নিয়ে ওনার কাছে আসি সেদিন করেই উনি থাকেন না।’’ তিনি বলেন, ‘‘আমাদের একটাই দাবি প্লেসমেন্ট সেল যা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তা ফের সচল করতে হবে। বেকারত্ব বাড়ছে এই সময় কর্তৃপক্ষ যদি উদাসিন হয়ে বসে থাকে তাহলে তা মানা হবে না।’’

Comments :0

Login to leave a comment