এসএলএসটি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে মঙ্গলবার ফের উত্তপ্ত হল সল্টলেকের করুনাময়ী চত্বর। এদিন চাকরীপ্রার্থীরা নতুন চাকরির বিজ্ঞপ্তির দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। ম সেই অভিযান শুরু হতেই আন্দোলনকারীদের এক প্রকার জোর করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিও হয় পুলিশের সাথে। আন্দোলন করা আমাদের অধিকার অথচ গণতান্ত্রিক উপায়ে তা করতে গেলেই পুলিশ আমাদের ধরে নিয়ে যায় বলেও বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। করুনাময়ী থেকে আন্দোলনকারীদের বাসে করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ ছয় বছর ধরে তারা বঞ্চনার শিকার। যোগ্যতা আছে, নম্বর পেয়ে তারা পাশ করেছে এমনকি দুবার করে তাদে ইন্টারভিউও হয়েছে তারপরেও আজ অবধি চাকরি পাননি তারা। অথচ টাকা দিয়ে দিব্যি দিনের পর দিন চাকরি করে চলেছে ভুয়ো চাকরি প্রার্থীরা। কিছুদিন আগেই তারা করুনাময়ী চত্বরে অনশনের ডাক দিয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে ১৪৪ ধারা জারি করে পুলিশ তাদের সেখান থেকে তুলে দেয়। এখন সেই আন্দোলন ঠাঁই পেয়েছে মাতঙ্গিনির পাদদেশে।
SLST protest
চাকরিপ্রার্থীদের আন্দোলনে আজও উত্তপ্ত করুনাময়ী চত্বর
×
Comments :0