MOHUN BAGAN

কলকাতা লিগে লজ্জার হার মোহনবাগানের

খেলা

calcutta football league 2023 cfl football football news kolkata football news bengal football club news mohun bagan club east Bengal fc bengali news

কলকাতা লিগে সাদার্ন সমিতির কাছে ২-০ গোলে হেরে গেল মোহনবাগান। এদিন মোহনবাগান মাঠে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল।

এদিন ২টি গোলই প্রথমার্ধে হয়। সাদার্নকে ১৯ এবং ২৪ মিনিটের মাথায় জোড়া গোল করে এগিয়ে দেন সৌগত হাঁসদা। এরপর সারা ম্যাচ গোল শোধের আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় মোহনবাগান। 

খাতায় কলমে শক্তিশালী হয়ে লিগ তালিকার নীচের দিকে থাকা দলের কাছে পরাজয় মেনে নিতে পারেননি বাগান সমর্থকরা। তাঁরা ম্যাচের অন্তিম মুহুর্তে মাঠে বোতল ছোঁড়েন। দলের হতশ্রী পারফর্মেন্স দেখে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক বয়স্ক সবুজ মেরুণ সমর্থক। তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়। আপাতত সুস্থ রয়েছেন তিনি। মাঠে বোতল ছোঁড়া নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বাগান সমর্থকরা। 

এই ম্যাচ হারলেও লিগ তালিকায় কোনও মূল্য চোকাতে হয়নি বাগানকে। ৯ ম্যাচ খেলে মোহনবাগানের সংগ্রহ ২০ পয়েন্ট। লিগ তালিকার শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসি’র সংগ্রহ ১০ ম্যাচে ২৩ পয়েন্ট। 

অপরদিকে, প্রিমিয়ার ডিভিশন বি গ্রুপের ম্যাচে শনিবার ২-০ গোলে এরিয়ানকে হারিয়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোলদুটি করেন আমান এবং জেসিন। এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। 

Comments :0

Login to leave a comment