EURO CUP 2024

শুরু হয়েছে ইউরোর আসর, প্রথম থেকেই দাপট দেখাচ্ছে স্পেন, জার্মানি

খেলা ইউরো কাপ ২০২৪

EURO 2024 SPAIN GERMANY EUROPEAN FOOTBALL BENGALI NEWS

প্রথমার্ধ জুড়ে স্প্যানিশ ম্যাজিক। ৪৫ মিনিট শেষে ক্রোয়েশিয়া পিছিয়ে রয়েছে ৩-০ গোলে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে প্রাক্তন ইউরো এবং বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। প্রথম ম্যাচ থেকেই দেখা গেল স্প্যানিয়ার্ডদের দাপট। চেষ্টা করেও ম্যাচের রাশ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ লুকা মড্রিচের টিম। 

ম্যাচের প্রথম গোলটি হয় ২৯ মিনিটে। আলভারো মোরাটা দলকে এগিয়ে দেন। তারপর ১৫ মিনিটের স্পেল। আরও ২টি গোল করে যান ফাবিয়ান রুইজ এবং ডানি কার্ভাহাল। 

ভারতীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ইউরো কাপ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে জার্মানি।  প্রথমার্ধে গোল করেন ফ্লোরিয়ান উইর্টস, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টস। দ্বিতীয়ার্ধে ২টি গোল করেন নিকলাস ফুলক্রুগ এবং এমরে কান। ৮৭ মিনিটে জার্মানির অ্যান্টনিও রুডিগারের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ড। প্রথম দিনের অপর ম্যাচে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারায় সুইজারল্যান্ড। 

Comments :0

Login to leave a comment