এসএসসি চাকরি প্রার্থীদের পর এবার অবস্থানে বসতে চলেছেন কলেজ সার্ভিস কমিশনের যোগ্য চাকরি প্রার্থীরা। এসএসসি চাকরি প্রার্থীদের মতো গান্ধী মূর্তি পাদদেশে তারা অবস্থানে বসবেন বলে জানিয়েছেন। তবে তাদের এই অবস্থানকে বানচাল করতে মরিয়া রাজ্য প্রশাসন। কলেজ সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের পক্ষ থেকে চিত্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের অবস্থানে বসার কোন অনুমতি দেওয়া হচ্ছে না। অনুমতি না পেলেও গান্ধী মূর্তির সামনে তারা জমায়েত করেছেন বলে তিনি জানান।
এসএসসি'র নিয়োগের মতো ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে সামনে এসেছে। সঠিক নিয়োগের দাবিতে বিগত চার বছর ধরে সমস্ত প্রশাসনিক বাঁধাকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের মতো লাগাতার অবস্থান না করলেও বিভিন্ন সময় প্রতিবাদ সভা, মিছিল, পথ অবরোধ, ডেপুটেশন এর কর্মসূচি তারা করেছেন।
SSC
চাকরি প্রার্থীদের অবস্থানে বসতে বাঁধা পুলিশের
×
Comments :0