State budget

নতুন স্থায়ী চাকরি সৃষ্টির ঘোষণা নেই বাজেটে

রাজ্য

রাজ্য বাজেট প্রকল্পে ভরা, কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই। নতুন বাজেটে নেই কোনো নতুন স্থায়ী চাকরি বা স্থায়ী সম্পদ সৃষ্টির ঘোষাণা। রাজ্যে বন্ধ হওয়ার মুখে প্রায় সাড়ে আট হাজার সরকারি স্কুল। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুলগুলি। সেখানে এসএসসি চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত কোনো ঘোষণাও দেখা যায়নি চন্দ্রিমা ভট্টাচার্যের ভাষণে। পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন, ভাতা বৃদ্ধির ঘোষণা রয়েছে। অন্যদিকে SACTএবং  প্যারা টিচার ছাড়া বাকি সকলের বেতন বৃদ্ধির কথা শোনা গেছে বাজেটে। রাজ্যের বিভিন্ন দপ্তরের যে সকল কনট্রাকচুয়ালরা (গ্রুপ সি /ডি কর্মী) রয়েছেন তাদের ৩ হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে।

Comments :0

Login to leave a comment