students slapped 60 times

লক্ষ্ণৌয়ের ক্যাম্পাসে ৬০ বার চড় ছাত্রকে

জাতীয়

ছবি প্রতীকী

গাড়ির ভেতর ঢুকে বেসরকারি বিশ্ববিদ্যালয় একদল ছাত্র বিনা বাধায় পেটালো এক সহপাঠীকে। তার ভিডিও তুলেও রাখল সঙ্গীরা। ছেলের ওপর নির্যাতনের অভিযোগ জানাতে গিয়ে শাসানির মুখে পড়তে হলো বাবাকে।
লক্ষ্ণৌয়ের অ্যামিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই ঘটনার ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে। গত ২৬ আগস্টের ঘটনায় পাঁচ ছাত্রছাত্রীর নামে এফআইআর দায়ের হয়েছে আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা স্পষ্ট নয়। 
আক্রান্ত ছাত্রের বাবা মুকেশ কেশরওয়ানি জানিয়েছে গত আগস্টে ছেলে শিখরের অপারেশন হয়েছিল পায়ে। লাঠি নিয়ে চলাফেরা করতে হচ্ছিল। তারপর গাড়ির ভেতর ঢুকে ৫০-৬০টি চড় মারা হয়েছে। সেই ঘটনার পর থেকে আর কলেজে যাচ্ছে না ছেলে। 
বিবাদের কারণ জানা যায়নি। তবে, মুকেশ কেশরওয়ানির অভিযোগ অনুযায়ী ঘটনার দিন এক বান্ধীর গাড়িূতে ক্যাম্পাসে পৌরছান শিখর। গাড়ি ক্যাম্পাসে রাখার পর চড়াও হয় চার ছাত্র এবং এক ছাত্রী। ভিডিও-তে দেখা গিয়েছে এক ছাত্রী এবং অন্য দু’জন পরপর চড় মারছে শিখরকে। বাধা দিতে গেলে ফের মার খেতে হচ্ছে। ক্যাম্পাসে বিনা বাধায় এমন মারধর করার সাহস কোথা থেকে মিলেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা। উত্তর প্রদেশে আইনের শাসন নিয়েও উঠেছে প্রশ্ন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন