Suhrido Dutta

প্রয়াত কমরেড সুহৃদ দত্ত

রাজ্য

কমরেড সুহৃদ দত্ত প্রয়াত। সিপিআই(এম) হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য বৃহস্পতিবার নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। সিঙ্গুরে টাটা কারখানা হওয়ার সময় সেখানকার জমিদাতাদের একত্রিত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পরবর্তী সময় তাপসী মালিক হত্যা মামলায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকদিন জেলেও থাকতে হয় তাকে। তার বিরুদ্ধে যেই যেই অভিযোগ আনা হয়েছিল তার একটাও প্রমানিত হয়নি।

সুহৃদ দত্তকে দিল্লি নিয়ে যাওয়া হয় নার্কো টেস্টের জন্য। আদালতে প্রথমে তা কারিজ হয়ে গেলে পরবর্তী সময় সেই পরীক্ষা হয়। যার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তৃণমূলী ষড়যন্ত্রের শিকার প্রয়াত দত্ত, জেল জীবনের অত্যাচারের দগদগে ক্ষত নিয়েই জীবনের শেষ দিন গুলি কাটিয়েছেন। শারিরীক ভাবে সক্ষম না থাকলেও দলের বিভিন্ন বিষয় তিনি ওয়াকিবহাল ছিলেন, কখনও তিনি মিথ্যার সামনে মাথা নত করেননি। 

Comments :0

Login to leave a comment