Supreme Court

ফাঁসির সাজা বহাল রইলো মহম্মদ আরিফের

জাতীয়

লাল কেল্লার হামলার অন্যতম অভিযুক্ত মহম্মদ আরিফের ফাঁসির নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০০০ লাল কেল্লায় হামলার অন্যতম অভিযুক্ত পাক জঙ্গী গোষ্ঠী লস্কর-ই-তাইবার সদস্য মহম্মদ আরিফকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে। আদালতের সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয় অভিযুক্তের পক্ষ থেকে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানিতে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। 
২০০০ সালের ২২ ডিসেম্বরের এই হামলার জেরে মৃত্যু হয় দুজনের। তার মধ্যে একজন সেনা আধিকারিক ছিলেন। ২০০৫ সালে এই মামলায় অভিযুক্ত মহম্মদ আরিফের বিরুদ্ধে ফাঁসির নির্দেশ দেওয়া হয় নিম্ন আদালতের পক্ষ থেকে। নিম্ন আদালতের সেই একই রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন