Bharati Ghosh Passes Away

প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ

খেলা

টেবিল টেনিসের জগতের নক্ষত্রপতন। প্রয়াত হলেন ‘বঙ্গরত্ন’ ভারতী ঘোষ। বয়স হয়েছিলো ৮৩বছর। টেবল টেনিসের ক্রীড়াগুরু ভারতী ঘোষের প্রয়ানে বাংলার ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বেশ কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুর প্রায় ১২টা ২০মিনিট নাগাদ শিলিগুড়ি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিলিগুড়িতে টেবল টেনিসের ক্ষেত্রে এক অন্যতম নাম ছিলো ‘বঙ্গরত্ন ভারতী ঘোষ’। টেবল টেনিসকে ভালোবেসেই জীবনের বেশীরভাগ সময় কাটিয়েছে। আর তাঁর প্রশিক্ষনেই শহরের নাম উজ্জ্বল করেছেন বহু টেবিল টেনিস খেলোয়াড়। 
খেলাধূলার সুবাদেই রেলের চাকরি পেয়েছিলেন। নিজের বেতনের টাকা ব্যয় করেই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শিশু, প্রতিভাবান খেলোয়াড়, বিশেষভাবে চাহিদাসম্পন্নদের বিনামূল্যে বা খুবই স্বল্প বেতনে প্রশিক্ষন দিতেন তিনি। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে ‘বঙ্গরত্ন’ এবং ২০২১সালে ক্রীড়া দপ্তরের তরফে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত হয়েছিলেন। নিজের উদ্যোগেই টেবল টেনিস প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। তাঁর হাত ধরেই তৈরী হয়েছে অজুর্ন মান্তু ঘোষ, সুব্রত রায়, গনেশ কুন্ডু, পলি সাহা, দেবাশীষ ঘোষ, অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ সহ বহু খেলোয়াড়। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শহরের ক্রীড়ামহল থেকে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।  
বঙ্গরত্ন’ ভারতী ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। এদিন তিনি টেলিফোনে জানান, শুধুমাত্র শিলিগুড়ি শহরেই নয়, ভারতী ঘোষের প্রয়াণে পশ্চিমবঙ্গের টেবিল টেনিস খেলার জগতের অপূরণীয় ক্ষতি হলো। দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের তিনি টেবিল টেনিস খেলা শিখিয়েছিলেন। টেবিল টেনিস খেলার প্রশিক্ষক হিসেবে শিলিগুড়ির গর্ব ছিলেন। তাঁর সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। নিয়মিত খোঁজখবর যোগাযোগ ছিল। তাঁর মৃত্যুতে শোকাহত।

Comments :0

Login to leave a comment