TELENGANA ASSEMBLY ELECTION

রাত পোহালেই ভোটের লাইনে তেলেঙ্গানা

জাতীয়

telengana assembly election bengali news

রাত পোহালেই বৃহস্পতিবার সকাল থেকে ভোটের লাইনে দাঁড়াবে তেলেঙ্গানা। রাজ্যের ১১৯টি আসনেই একদফায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন জানাচ্ছে, দক্ষিণী এই রাজ্যে মোট ২২৯০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩৫,৬৫৫টি। নির্বাচন কমিশন জানাচ্ছে, তেলেঙ্গানার ১২ হাজার বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনের জন্য তেলেঙ্গানায় মোতায়েন হয়েছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তেলেঙ্গানার সেরিলিঙ্গলপল্লী আসনে সর্বাধিক ভোটার রয়েছে, প্রায় ৭ লক্ষ। সব থেকে কম ভোটার রয়েছে ভদ্রাচলম আসনে। এই আসনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ১লক্ষ ৪৯ হাজার। 

তেলেঙ্গানার এলবি নগর আসনে মোট প্রার্থীর সংখ্যা ৪৮জন। তেলেঙ্গানার অন্য কোনও আসনে এত সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন না। সমস্ত দল এবং নির্দল মিলিয়ে সব থেকে কম প্রার্থী রয়েছে বান্সওয়াড়া এবং নারায়ণপেট আসনে। দুটি আসনেই মোট প্রতিদ্বন্দীর সংখ্যা ৭। 

প্রসঙ্গত, তেলেঙ্গানায় মোট ১৯টি আসনে লড়াই করছেন সিপিআই(এম) প্রার্থীরা। পাঁচ রাজ্যের নির্বাচনে এটি শেষদফার নির্বাচন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামের সঙ্গেই ৩ ডিসেম্বর তেলেঙ্গানার ফল ঘোষণা হবে। 

২০২৪’র লোকসভা নির্বাচনের আগে এটি শেষ নির্বাচন, যেখানে দেশের একটা বড় অংশের মানুষের জনমত প্রতিফলিত হবে ভোটবাক্সে। 

Comments :0

Login to leave a comment