গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশার জ্বলন্ত উদাহরণ মিলল রবিবার। ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। ফের একবার প্রশ্নের মুখে শিক্ষাদপ্তরের নিরাপত্তা। এবার টেট পরীক্ষা চলাকালীন সোশাল মিঢিয়ায় ভাইরাল হয়ে গেল প্রশ্নপত্র। এবার ৩ লক্ষ ১০ হাজার জন টেট পরীক্ষার্থী। একাধিক পরীক্ষার্থীদের দাবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্ন পত্রের সঙ্গে মিল রয়েছে এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রের। রীতিমতো সোশাল মিডিয়ায় ঘুরতে থাকল এই ফাঁস হওয়া প্রশ্নপত্র। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এবারের টেট পরীক্ষার্থীরা। এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদ সভাপতির সাফাই। শুধু এবার নয় আগেও একাধিকবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্ধ ছিল টেট পরীক্ষা। গত বছরের পর এবছর টেট পরিক্ষা শুরু হয় রবিবার। পরীক্ষা চলাকালীন প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যাবস্থা।
Question Paper Leaked
পরীক্ষা চলাকালীন সোশাল মিডিয়ায় প্রশ্ন পত্র ফাঁস, মানতে নারাজ পর্ষদ
×
Comments :0