DR. MANAS GUMTA

তথ্য প্রমাণ লোপাটে জড়িতদেরও শাস্তি চাই: মানস গুমটা

রাজ্য কলকাতা

ভয়ঙ্কর হত্যাকাণ্ডে জড়িত যারা তাদের তো শাস্তি দিতেই হবে। বারবার তথ্য প্রমাণ লোপাটে যুক্ত যারা, শাস্তি দিতে হবে তাদেরও। রবিবার চিকিৎসকদের মিছিলের মাঝে এই দাবি তুলেছেন সরকারি চিকিৎসকদের সংগঠন এএইচএসডি’র অন্যতম নেতা মানস গুমটা। 
এদিন কলকাতায় এনআরএস হাসপাতালের সামনে থেকে চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্মস অব ডক্টরসের ডাকে মিছিলে অংশ নেন চিকিৎসক গুমটা। তিনি বলেছেন, ‘‘সিবিআই বলছে হত্যা সেমিনার রুমে হয়নি। অকুস্থল বদলানো হয়েছে। তা’হে যারা বলল সেমিনার রুমেই হত্যাকাণ্ড, জবাব দিতে হবে তাদেরই। সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় এই কাজ হয়েছে ঠিক কার কার নির্দেশে খুঁজে বের করতে হবে। শাস্তি দিতে হবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িতদেরও।’’
এএইচএসডি’র প্রাক্তন রাজ্য সম্পাদকের দাবি, ‘‘সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িতদের আনতে হবে তদন্তের আওতায়।’’ তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টেই এই ঘটনার বিচার কেবল হচ্ছে না। বিচার হচ্ছে জনতার আদালতে, বিচারের দাবি উঠছে রাজপথে।’’ 
গত ৫ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে নতুন দিন নির্ধারিত ৯ সেপ্টেম্বর। আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ-হত্যায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে চলছে মামলা। এর আগে গত ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। নির্যাতিতার পরিবার স্পষ্ট হাইকোর্টে জানায় যে পুলিশের ওপর ভরসা রাখা যাচ্ছে না। পরে সংবাদমাধ্যমে তাঁরা অভিযোগ জানান যে পুলিশের শীর্ষ স্তর থেকে টাকার বিনিময়ে তাঁদের মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়েছিল। 
৯ আগস্ট, যোদিন নির্যাতিতার দেহ মেলে, হাসপাতাল থেকে প্রথমে বলা হয়েচিল আত্মহত্যা। তাঁরা হাসপাতালে পৌঁছালে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়, কিন্তু দেহ দেখতে দেওয়া হয়নি। সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ জানায় পরিবার। এমনকি শেষবার শ্রদ্ধা জানানোর সুযোগ না দিয়ে পরিবারকে দূরে রেখে অস্বাভাবিক দ্রুততায় দেহ দাহ করে দেওয়া হয়। শ্মশানের কাগজেও পরিবারের বদলে স্থানীয় তৃণমূল নেতার সই রয়েছে।  
গুমটা বলেছেন, ‘‘তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত সকলের শাস্তি দিতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত বিচার করতে হবে এই মামলার।’’ তিনি জানান যে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আবেদন দায়ের করেছে।

Comments :0

Login to leave a comment