বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো তিন পরীক্ষার্থী। তিনজনেরই অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হওয়ায় এদিন পরীক্ষা দিতে পারলো না ওই পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের কাঁশবহাল এলাকায় । তিনজন পরীক্ষার্থীর বাড়ি বলরামপুরের ডাভা গ্রামে। বলরামপুরের লালিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একজন এবং ফুল চাঁদ হাই স্কুলে দুজন পরীক্ষার্থীর সিট পড়েছিল। পরীক্ষা দিতে আসার সময় একটি বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর ভাবে জখম হয় বাইক আরোহী ওই তিন পরীক্ষার্থী। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি পরীক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। হাসপাতালে পৌঁছান বলরামপুর থানার ওসি এবং বলরামপুর ব্লকের পাঁচটি পরীক্ষা কেন্দ্রের এক্সাম ওসি তথা বলরামপুরের অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বরূপ হালদার। ওই তিন জখম পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর জামসেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন পরীক্ষার্থীরা হলো সমীর গোপ তার পরীক্ষার কেন্দ্র লালীমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষা কেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বলরামপুরের অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বরূপ হালদার জানিয়েছেন যে পরীক্ষা শুরুর আগেই যখন ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকছিল সেই সময় খবর আসে যে তিন পরীক্ষার্থীর দুর্ঘটনা ঘটেছে। দ্রুত তিনি এবং পুলিশ আধিকারিকরা বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে যান। সেখানে আহত পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয়েছে জামশেদপুরে। প্রত্যেকেরই পায়ে আঘাত লেগেছে বলে তিনি জানিয়েছেন। সমস্ত বিষয়টি তিনি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
Accident in Purulia
দুর্ঘটনা জখম, মাধ্যমিক দেওয়া হল না ৩ পরীক্ষার্থী
×
Comments :0