তিনি দেখা দিলেন। একা নন। গোটা পরিবারকে নিয়ে দেখা দিলেন তিনি। তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। শীত না আসতেই সুন্দরবন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। এক সঙ্গে চারটি বাঘকে সোমবার নদীর ধারে দেখা যায়। যার মধ্যে দুটি শাসব ছিল। সম্প্রতি গ্রামে বাঘ ঢোকার ঘটনা বার বার সামনে এসেছে। কিন্তু একসাথে এতো গুলো বাঘকে দেখা যায়নি। আর এই চারজনের দর্শন পাওয়ায় স্বাভাবিক ভাবে খুশি পর্যটকরা। তিনি দেখা দিলেন। একা নন। গোটা পরিবারকে নিয়ে দেখা দিলেন তিনি। তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। শীত না আসতেই সুন্দরবন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। এক সঙ্গে চারটি বাঘকে সোমবার নদীর ধারে দেখা যায়। যার মধ্যে দুটি শাসব ছিল। সম্প্রতি গ্রামে বাঘ ঢোকার ঘটনা বার বার সামনে এসেছে। কিন্তু একসাথে এতো গুলো বাঘকে দেখা যায়নি। আর এই চারজনের দর্শন পাওয়ায় স্বাভাবিক ভাবে খুশি পর্যটকরা।
বছর জুড়ে বিভিন্ন সময় সুন্দরবন অঞ্চলে ভীড় জমান দেশ বিদেশের পর্যটকরা শুধুমাত্র বাঘ দেখার জন্য। কিন্তু শেষ কয়েক বছর ধরে সেই ভাবে দেখা যায়নি রয়্যাল বেঙ্গলকে। যার ফলে অনেক সময় খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু সোমবার রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়ায় খুশি পর্যটকরা।
tiger
পরিবার সহ পর্যটকদের সামনে ধরা দিলেন রয়্যাল বেঙ্গল টাইগার
×
Comments :0