Trinamul Congress

সন্দেহ ভোট না দেওয়ার, প্রৌঢ়াকেও মার তৃণমূলের

রাজ্য

 

সন্দেহ ভোট দেয়নি পরিবার। তার জেরে দুঃস্থ প্রৌঢ়া এবং তাঁর পরিবারের ওপর লাগাতার নির্যাতন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজারের যদুপুর-২ অঞ্চলের গোবিন্দপুর গ্রামে এই পরিবারের প্রধান উপার্জনকারী রিকশা চালক। 
ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গত রবিবার প্রৌঢ়াকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। পরিবারের কিশোরীকে প্রায় বিবস্ত্র করে মারধর করা হয়েছে। গ্রামবাসীরাই আক্রান্তদের পাঠিয়েছেন মালদা মেডিক্যাল কলেজে। তাঁরা ছুটি পেয়ে ফিরে এসেছেন। কিন্তু ভয়ে গ্রামে বাড়িতে ফিরতে পারছেন না। 
ঘটনা নিয়ে ইলরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য অরুণ মণ্ডল সহ ১৫ জনের বিরুদ্ধে। 
প্রৌঢ়ার বক্তব্য, অরুণ মণ্ডল ছেলেদের মাথায় হাত দিয়ে ভোট দেওয়ার শপথ করিয়েছিল। ভোটে জেতেনও। কিন্তু তাঁর স্থির বিশ্বাস ভোট পড়েনি। মাঝেমাঝেই গালাগালি করত ভোটের পর। ৫ নভেম্বর পুরোদমে হামলা চালায়। 
পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, পুলিশ গ্রামে ফেরার ব্যবস্থা করছে না। তবে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকশির দাবি, অন্যায় করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। 
বাস্তব যদিও একেবারেই আলাদা। গরিব অসহায় পরিবারের সদস্যরা আঘাত নিয়ে, মাথায় ব্যান্ডেজ নিয়ে বসে রয়েছেন বাড়ি থেকে দূরে।

 

Comments :0

Login to leave a comment