দ্বিতীয় দিনে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা। শুক্রবার কোচবিহার থেকে শুরু হয়েছে এই ইনসাফ যাত্রা। শেষ হবে জানুয়ারি মাসে কলকাতায় ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে। শনিবার তা আলিপুরদুয়ার হয়ে প্রবেশ করবে জলপাইগুড়িতে।
শনিবার একটি সমাবেশে মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে ছেলে মেয়েরা এই পদযাত্রায় হাঁটছে দেশ বাঁচাতে। তাই আমাদের মিছিলে জাতীয় পতাকা রাখা হয়েছে। পথ হাঁটছে গরীব মানুষ। কাজের জন্য তারা হাঁটছে গ্রাম থেকে শহর, শহর থেকে অন্য রাজ্যে।’’
মুখার্জি সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে বলেন, ‘‘আসুন রাজ্যের বন্ধ হতে যাওয়া স্কুল বাঁচাতে। ওষুধের দাম কমাতে হাঁটুন আমাদের সাথে।’’
১০০ দিনের টাকার প্রসঙ্গ টেনে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে মীনাক্ষী বলেন, ‘‘রাজ্যের সরকার ভুয়ো জব কার্ড বানিয়ে ১০০ দিনের টাকা চুরি করেছে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের মজুরি বাড়ায়নি।’’ তিনি বলেন, এই দুর্নীতিগ্রস্থ সরকারকে হারাতে হবে। রোজগারের দাবিতে কলকাতা থেকে আলিপুরদুয়ার লড়াই চলছে। অন্যের টাকা চুরি করার পথ সহজ করার দায় আমাদের নয়। আসুন একসাথে লড়াই করি এই দুই সরকারের বিরুদ্ধে।’’
ডিওয়াইএফআইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গিয়েছে। বিভিন্ন জায়গায় যুবদের ফুলের পাপড়ি ছড়িয়ে স্বাগত জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন।
৩ নভেম্বর থেকে হাওড়ার অনিল বিশ্বাস ভবনে শুরু হয়েছে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেই অধিবেশনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সেলিম ইনসাফ যাত্রা প্রসঙ্গে বলেন, ‘‘আগামী লোকসভা নির্বাচনে কর্মসংস্থান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একদল বলছে মন্দির করবে, আর এক দল কিছুই বলছে না কর্মসংস্থান নিয়ে। কাজের দাবিতে আমারা বামপন্থীরাই পথে থাকছি।’’ তিনি আরও বলেন, ‘‘মোদী বলেছিল বছরে দুকোটি চাকরি দেবে। ভোটে জিতে সরকার করলো। কিন্তু কোথায় চাকরি। মমতা বিভিন্ন সময় চাকরির বিভিন্ন সংখ্যা দাবি করেছে। আমরা দেখেছি চাকরিতে নিয়ে দুর্নীতি হয়েছে। মন্ত্রী জেলে। নিয়োগ হচ্ছে না। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই শূন্য পদে নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমরা বলছি সব নিষেধাজ্ঞা তুলে নিয়োগ করতে হবে।’’
তার কথায়, ‘‘আমরা বলছি যুবরা কাজ পাবে, সরকারি বেসরকারি ক্ষেত্রে তার ব্যবস্থা করতে হবে। ডিওয়াইএফআই সেই দাবিতেই পদযাত্রা করছে। একই সঙ্গে এই দাবিতেও লড়াই হচ্ছে যে পুষ্টি চুরি হচ্ছে। রেশনে চুরি। স্বাস্থ্যের অবস্থা বেহাল। ডেঙ্গুর তথ্য নেই। শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যের দাবিতে লড়াই করছে বামপন্থীরাই।’’
DYFI INSAF RALLY
কর্মসংস্থান নিয়ে ধাপ্পা দিয়েছে দুই পক্ষ, কাজের দাবিতে সরব বামপন্থীরাই
×
Comments :0