জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম অনুপ ডাকুয়া(৪৫)।
দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন আরও ৫ জন। আহতরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাত ১১ টা নাগাদ তুফানগঞ্জ ২নং ব্লকের বারকোদালি ২নং গ্রাম পঞ্চায়েতের মেসকোকা গ্রামে এই জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। দুই পক্ষই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের বেপরোয়া আক্রমণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পরে অনুপ ডাকুয়া নামে (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরতর চিকিৎসকরা। ঘটনায় অভিযুক্ত সন্দেহে রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ পিকেটিং।
এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির। স্থানীয় বিজেপি বুথ সভাপতি পবিত্র বর্মনের নেতৃত্বে এই খুনের ঘটনা ঘটেছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পবিত্র বর্মনকে গ্রেপ্তার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
Comments :0