Union Budget

এক নজরে ২০২৩ এর বাজেট

জাতীয়

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

এক নজরে দেখে নেওয়া যাক এই বাজেটের পর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে

সিগারেট। সিগারেটের ওপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে।

ইমিটেশনের গয়না, প্ল্যাটিনামের গয়না।

রূপোর দামও বাড়তে চলেছে।

দাম বাড়বে হীরের।

 বিদেশি ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক চিমনির দাম বাড়ছে।

দাম কমতে চলেছে ——

মোবাইল এবং টিভি তৈরির যন্ত্রাংশের। 

ক্যামেরার লেন্সের।

শিশুদের খেলনা এবং সাইকেলের।

উল্লেখ্য এদিনের বাজেটে আয়কর ছাড়ের কথা ঘোষনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এই ছাড়ের ফলে চাকুরিজীবীদের জন্য বা সাধারণ মানুষের কোন সুবিধা হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁদের কথায় বিগত কয়েক বছরে যে হারে জিনিস পত্রে দাম বেড়েছে তার ফলে এই আয়কর ছাড় কোন প্রভাব পড়বে না। ভারতের মোট জন সংখ্যার কতো শতাংশ মানুষ আয়করের আওতায় পড়েন তার কোন পরিসংখ্যা এদিন রাখেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

আয়করের আওতায় যারা আছেন তাঁদের জন্য সুখবর থাকলেও সাধারণ মানুষের জন্য কোন পথ দেখাতে পারেনি এবারের কেন্দ্রীয় বাজেট।    

Comments :0

Login to leave a comment