বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে একঝাঁক মানুষ তৃণমূল, বিজেপির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে লালঝাণ্ডা কাঁধে তুলে নিলেন। তৃণমূল এবং বিজেপি- দুই দল ছেড়ে এই প্রায় একশো পরিবার সবাই প্রান্তিক চাষি, কেউ বা খেত মজুর।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ৩ নং নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোঠা বুথে তাঁদের হাতে লালঝাণ্ডা তুলে দিলেন সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম পাল। উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক হান্নান চৌধুরী, জেলা নেতা কার্তিক দাস প্রমুখ।
হান্নান চৌধুরী বলেন, পাট্টা পাওয়া জমির দখলদারি নিচ্ছে তৃণমুল। মানুষে মানুষে বিভেদের রাজনীতি দেখছেন মানুষ। গ্রামের মানুষ। হেমতাবাদে এলাকায় উন্নয়নের জন্যে পূর্বতন বামফ্রন্ট সরকারই চেষ্টা করেছিল।
Comments :0