মীর আফরোজ জামান: ঢাকা
দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য রাখার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ‘গভীর বিস্ময় ও ক্ষোভ’ জানানো হয়েছে। গত ২৩ জানুয়ারি হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছিলেন।
তবে গত শনিবার ঢাকায় বিশেষ অনুষ্ঠান করেছে ভারতীয় দূতাবাস। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখেন তিনি।
হাসিনা প্রসঙ্গে রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ‘‘২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলের অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনকে ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।’’
বাংলাদেশ সরকার বলছে, ‘‘দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সে দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’’
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আওয়ামি লিগ নেতৃত্বের এই বেপরোয়া উসকানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামি লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’’
এদিকে ঢাকায় ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য সুবিধা বয়ে এনেছে। সামনের দিকে অগ্রসর হতে এ সাফল্যসমূহ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা জোগাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
Comments :0