অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামল ভারত। শনিবার বুলায়েও-তে নিউজিল্যান্ডের খেলতে নেমে দ্রুত তিনটি উইকেট তুলে নিয়েছে ভারত। এদিন গোড়াতেই দু’টি উইকেট নেন অম্বরীশ। একটি উইকেট নিলেন হেনিল প্যাটেল। নিউজিল্যান্ডের স্কোর ৭ ওভারে ১৭/৩।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবার হচ্ছে জিম্বাবোয়ে ও নামিবিয়ায় যৌথভাবে।
নিউজিল্যান্ডও পরের পর্বে উঠে গিয়েছে।
U-19 World Cup
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: পরপর ৩ উইকেট হারিয়ে বেকায়দায় নিউজিল্যান্ড
×
Comments :0