Elephant

দাঁতাল হাতির অবরোধে থমকে গেল জাতীয় সড়ক

জেলা

ফের জাতীয় সড়ক অবরোধ করল বুনো হাতি। সোমবার সকালে গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া ৭১৭ নম্বর জাতীয় সড়কে দাঁতাল হাতির উপস্থিতিতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর জেরে সড়কের দু’ধারে দীর্ঘক্ষণ আটকে পড়ে বহু যানবাহন।
চালসা থেকে লাটাগুড়ির দিকে যাওয়া এই জাতীয় সড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বনাঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে। ফলে মাঝেমধ্যেই দিনের বেলায় বুনো হাতির রাস্তা আটকে দাঁড়ানোর ঘটনা ঘটে। এদিন সকালে মহাকালধাম সংলগ্ন এলাকায় ওই বিশাল দাঁতালটি প্রায় ১৫ থেকে ২০ মিনিট জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকে। হাতির উপস্থিতিতে আতঙ্ক ছড়ালেও বনদপ্তর ও স্থানীয়দের সতর্কতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হাতিটিকে দেখে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পরে হাতিটি নিজে থেকেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। এরপর ফের স্বাভাবিক হয় যান চলাচল।
সাধারণতন্ত্র দিবসের সকালে চোখের সামনে বুনো হাতির এমন উপস্থিতি দেখে একদিকে যেমন সাময়িক সমস্যায় পড়তে হয় যাত্রীদের, তেমনই অন্যদিকে এই বিরল দৃশ্য দেখে খুশি হন পর্যটকরাও।

Comments :0

Login to leave a comment