west bengal panchayat election 2023

বাম প্রার্থীর প্রচারে ব্যাপক সারা শিলিগুড়িতে

জেলা

west bengal panchayat election 2023


লুম্পেন ও সিন্ডিকেটরাজের অবসান ঘটিয়ে স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তুলে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পঞ্চায়েত নির্বাচনের জোর প্রস্তুতি চলছে ডাবগ্রাম ও ফুলবাড়ি বিস্তীর্ন এলাকা জুড়ে। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রচারে অংশ নিচ্ছেন মহিলারাও। 
শুক্রবার ফকদইবাড়ি শাখায় গ্রাম পঞ্চায়েত প্রার্থী গৌরী বাড়ৈ ও পঞ্চায়েত সমিতির প্রার্থী গীতা বর্মন রায় এবং জেলা পরিষদের প্রার্থী ভারতী রায়ের সমর্থনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাবগ্রাম ২গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ন অঞ্চল জুড়ে নিবিড় প্রচার চলেছে। এদিন মূলত মহিলারাই বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়িতে ঘুরে বেড়িয়েছেন। ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, পার্টি নেতা দিলীপ সিং, গনেশ ঘোষ, কমল বাড় প্রমুখ।  এলাকার বাসিন্দারা আশ্বস্ত করেছেন পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে তারা লাল ঝান্ডার পাশে থেকেই ভোটবাক্সে তাদের রায় দেবেন। 


এছাড়াও ফুলবাড়ি ১নম্বর পঞ্চায়েতের অম্বিকানগর এলাকায় পার্টি নেতা অশোক ভট্টাচার্য এদিন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী সাজু সেনের সমর্থনে নির্বাচনী প্রচার সারেন। অম্বিকানগর এলাকার বাড়ি বাড়িতে গিয়ে এলাকার সাধারন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান। এছাড়াও এদিন ফুলবাড়ি ২গ্রাম পঞ্চায়েতের উজ্জ্বলনগর, পুটিমারি, ডাঙ্গাপাড়া, রাঙালিভিটা, চুনাভাটি, পশ্চিম ধনতলা, পূর্ব ধনতলা, কাঞ্চনবাড়ি, আমাইদীঘি, বাদলাগছ, মহানন্দা ব্যারেজ সহ সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চলেছে। 

Comments :0

Login to leave a comment