১৪ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডাব্লিউ পি এল ( WPL )। গুজরাটের ভাদোদারা স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস । খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায় । এবছর মুম্বই , বেঙ্গালুরু , ভাদোদরা ও লখনৌ মিলিয়ে মোট ৪টি ভেন্যুতে হবে সমস্ত ম্যাচগুলি। গুজরাট জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অজি ক্রিকেটার এশলেই গার্ডনার । প্রিমিয়ার লীগ ট্রফি ডিফেন্ড করার উদ্দেশ্যে স্মৃতি মান্দানার নেতৃত্বেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ অব্দি চলবে এই প্রতিযোগিতা ।
Comments :0