পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ইওনিস খানকে এবার দেখা যাবে মেন্টরের ভূমিকায় । নিজেদের দলে ইওনিসকে মেন্টর হিসেবে নিযুক্ত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড । আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্যই মূলত তাকে নিযুক্ত করা হয়েছে। ২০২২ এ আফগানিস্তানের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছিলেন ইওনিস । পাকিস্তান দলে স্বল্প সময়ের জন্য কোচিং করিয়েছিলেন। পাকিস্তান প্রিমিয়ার লিগের ( PSL) ফ্রাঞ্চাইজ দল পেশোয়ার জালমি দলে পালন করেছিলেন হেড কোচের ভূমিকা।
১১৮ টি টেস্টে ১০০৯৯ , ২৬৫টি একদিনের ম্যাচে ৭২৪৯ এবং ২৫ টি টিটোয়েন্টি ম্যাচে ৪৪২ রানের মালিক এই ইওনিস। ২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ইওনিস খান । চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কঠিন গ্রুপে রয়েছে আফগানিস্তান। গ্রুপ ' বি ' তে আফগানিস্তানের সাথে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা ও ইংল্যান্ড । আগামী ২১ ফেব্রুয়ারী করাচির আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৬ তারিখ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে আফগানিস্তান এবং ২৮ তারিখ গ্রুপের শেষ ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান।
Comments :0