EAST BENGAL DERBY

জিততে চান ডার্বি, ৪ ম্যাচ হেরেও বলছেন বিনো

খেলা

পরপর চারটে ম্যাচে হার। শেষ ম্যাচ ছিল জামশেদপুরের সঙ্গে। সেই ম্যাচেও হেরেছে ইস্টবেঙ্গল। ফলে চাপে আছে ইসটবেঙ্গল। শনিবারই যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে দল। তার আগে শুক্রবার নিয়মমাফিক সাংবাদিক সম্মেলন করলেন কোচ বিনো জর্জ। 
এদিন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রেস কনফারেন্সে বিনো জর্জের সঙ্গে ছিলেন সাউল ক্রেস্পো। বিনো জর্জ অন্তর্বর্তীকালীন কোচ। অস্কার ব্রুজোনকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল। তবে, বিনো জানান যে শনিবারের ম্যাচে অস্কার থাকবেন ডাগআউটে। 
বিনো বলেছেন, ‘‘সাউল ১০০ শতাংশ ফিট। আমরা নিজেদের প্ল্যান নিয়ে এগোচ্ছি। জামশেদপুরের ম্যাচে আমরা অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারিনি।’’ বিনো বলেছেন, ‘‘পেনাল্টি প্রাপ্য ছিল। তবে কাউকে অভিযোগ জানানো হচ্ছে না।’’
পর পর ৪ ম্যাচে শূন্য পয়েন্ট হলেও বিনো বলেন, ‘‘কালকের খেলায় আমরা লড়তে চাই। আমরা না, মোহনবাগান চাপে রয়েছে। আমরা মরশুমের প্রথম সিনিয়র ডার্বিতে অ্যাকাউন্ট ওপেন করতে চাই।’’ সমর্থকদের উদ্দেশ্যে কালকের ম্যাচে গ্যালারি ভরানোর কথা বললেন বিনো জর্জ।

Comments :0

Login to leave a comment