Vande Bharat Express

বিহারে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় চার কিশোরের মৃত্যু

জাতীয়

শুক্রবার ভোর ৫টা নাগাদ জোগবানি-কাটিহার রেললাইনের কসবা থানা এলাকার জবনপুর গুমতির কাছে জোগবানি থেকে পূর্ণিয়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় চার কিশোর নিহত এবং গুরুতর জখম হয়েছেন আরও একজন। তাকে পূর্ণিয়ার জিএমসিএইচ-এ ভর্তি করা হয়েছে।
জানা গেছে আহত ও নিহত কিশোররা বনমানখি ব্লকের চাঁদপুর ভাঙ্গাহার বাসিন্দা। তারা বৃহস্পতিবার রাতে মাদারঘাট মেলা দেখতে কসবা এসেছিল এবং মেলা শেষে সকালে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। রেলওয়ে পুলিশ স্টেশন দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সুপার সুইটি শেহরাওয়ত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর ভাঙ্গাহার ঠাকুরপট্টির বাসিন্দা সুন্দর কুমার(১৪), জিগার কুমার(১৪), সিন্টু কুমার(১৩) এবং চাঁদপুর তিলকের বাসিন্দা কুলদীপ কুমার(১৪)। 
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত ও আহতদের পরিবার। তাদের কথায়, দুর্ঘটনার কবলে পড়া সকল কিশোর মুফস্বল থানা এলাকার অন্তর্গত সাপনিতে অবস্থিত একটি মাখানা ফোড়ি কেন্দ্রে কাজ করত। কারখানার ঠিকাদার পরিবারকে জানায় যে আগের রাতে সব শিশু মেলায় গেছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই তাদের ঘটনাটি জানানো হয়। পরিবারের সন্দেহ, মাখানা ফোড়ি ঠিকাদারের হয়রানিতে বিরক্ত হয়ে শিশুরা মেলায় পালিয়ে গিয়ে ঠিকাদারের ভয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। যখন তারা বুঝতে পারল ট্রেনটি এগিয়ে আসছে, ততক্ষণে ট্রেনটি আরও কাছে চলে এসেছে। 
কসবা পুলিশ স্টেশনের আধিকারিক মহম্মদ হাবিউদ্দিন বলেন, ‘‘স্টেশনের ক্রসিংয়ের কাছে পাঁচ যুবককে বন্দেভারত এক্সপ্রেস ধাক্কা মারে। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আর একজন চিকিৎসাধীন। মৃতদেহের কাছে কিছু খেলনাও উদ্ধার করা হয়েছে। যেগুলো কিশোররা সম্ভবত কোনও মেলা থেকে কিনেছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।’’ কসবা থানা এবং আরপিএফ দল মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়ায় পাঠিয়েছে। পুলিশ ঘটনার অন্যান্য সম্ভাব্য কারণগুলি তদন্ত করছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। টুইটারে তিনি লিখেছেন, ‘‘পূর্ণিয়া জংশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’’

Comments :0

Login to leave a comment