আসন্ন ২০৩৬ সালের ৩৬ তম গ্রীষ্মকালীন ( summer olympics ) অলিম্পিক গেমসের জন্য বিড করেছে ভারত। অলিম্পিক ভিলেজ হিসেবে নিউ দিল্লী অথবা আহমেদাবাদের নাম বিড করতে পারে ভারত । ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার ভবিষ্যতের রাজধানী শহর নুসান্তারা। তুর্কির রাজধানী শহর ইস্তানবুল। চিলির রাজধানী শহর সান্তিয়াগো । গত বছর মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC ( INTERNATIONAL OLYMPIC COMMITEE ) - র ১৪১তম ইভেন্টে সকল দর্শকের সামনেই ঘোষণা করা হয় যে ভারত অলিম্পিক গেমসের জন্য বিড করবে। ভারত এই শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পেলে চতুর্থ এশিয়ান দেশ হিসেবে এই যোগ্যতা অর্জন করবে । এর আগে এশিয়া থেকে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই অলিম্পিক পরিচালনা করেছে । তবে নিজেদের দেশে অলিম্পিক গেমস করার স্বপ্ন অতি সহজেই সফল হবেনা ভারতের জন্য। কারণ নুসন্তারা, সান্তিয়াগো ও ইস্তানবুলও যথেষ্ঠ আঁটঘাট বেঁধে এবং প্রস্তুতির সাথেই এই বিড করেছে। এছাড়াও শোনা যাচ্ছে সৌদি আরবের রাজধানী শহর রিয়াধ এবং কাতারের রাজধানী শহর দোহাও বিড করতে চলেছে অলিম্পিক গেমস করার ব্যাপারে । তাই এই পথ মোটেই সহজ হবেনা ভারতের জন্য।
2036 Olympics
২০৩৬ অলিম্পিকে ভারতের বিড
×
Comments :0