QUZEE — AML KAR — NATUNPATA | 23 MAY 2024 ANS.

বলতে পারো — অমল কর — নতুনপাতা | ২৩ মে ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUZEE  AML KAR  NATUNPATA  23 MAY 2024 ANS

বলতে পারো  

অমল কর  

নতুনপাতা

২৩ মে ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন?
২) বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
৩) বুদ্ধর মাতা-পিতার নাম?
৪) বুদ্ধ কবে মৃত্যুবরণ করেন?
৫) বুদ্ধর অপর দুইটি নাম?
৬) বুদ্ধধর্মের ধর্মগ্রন্থের নাম ?

সমাধান

১) বুদ্ধ জন্মগ্রহণ করেন — সিদ্ধার্থ আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৬৬ অথবা ৪৮৬অব্দ, লুম্বিনী, শাক্য গণরাজ্য (বৌদ্ধ মতানুযায়ী)।
২) বুদ্ধ জন্মগ্রহণ করেন — খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে , লুম্বিনী , কপিলাবস্তুর কাছে, শাক্য প্রজাতন্ত্র, কোশল রাজ্য [এখন নেপালে]।
৩) বুদ্ধর মাতা মহামায়া এবং মায়াদেবী — পিতার নাম শুদ্ধোদন।
৪) বুদ্ধ মৃত্যুবরণ করেন — তিনি ৮০ বছর বয়সে ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের কুশিনগর নামক স্থানে মৃত্যুবরণ করেন। ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত।
৫) বুদ্ধর অপর দুইটি নাম — সিদ্ধার্থ, গৌতম।
৬) বুদ্ধধর্মের ধর্মগ্রন্থের নাম — বৌদ্ধ ধর্মে প্রধান ধর্মগ্রন্থের নাম হল পবিত্র ত্রিপিটক -ত্রিপিটকে ৩ ভাগে ভাগ করা হয়।
    ক,সূত্র পিটক।
    খ,বিনয় পিটক।
    গ,অভিধর্ম পিটক।


 

Comments :0

Login to leave a comment