বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল শতাব্দী প্রাচীন তারাতলার ব্রিটানিবা কোম্পানি। স্তায়ী অস্তায়ী মিলিয়ে কাজ হারালেন প্রায় ৩৭২ জন কর্মী। স্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ দেওবা হলেও অস্থায়ীদের কিছুই জোটেন বলে অভিযোগ। এই কারখানায় প্রায় আড়াই হাজার টন পন্য উৎপাদন হতো প্রতি বছর। সোমবার কারখানায় কাজে গিয়ে লকাউট নোটিশ দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে কর্মীদের। কোনো নোটিশ ছাড়াই এই পদক্ষেপের ফলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। বিক্ষোভ দেকাতে শুরু করেন গেটে। যার জেরে দীর্ঘক্ষণ জ্যাম হয়ে যায় তারাতলা-গার্ডেনরিচ রুটে।
কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি। কোম্পানিতে যাঁরা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছে কর্তৃপক্ষ। ছয় থেকে দশ বছরের নীচে যারা চাকরি করেছে, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। কিন্তু ২০০৪ সাল থেকে এই কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে। বর্তমানে এই কোম্পানিতে ২৫০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। তারা কিছুই পাননি বলে অভিযোগ।
Kolkata Britannia shuts down
বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কোম্পানি
×
Comments :0