নির্বাচিত সাংসদ ও বিধায়কদের কার্যকলাপের উপর ডিজিটাল নজরদারি চালানোর দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের সব সাংসদ-বিধায়কদের ওপর নজরদারি গোপনীয়তার অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘‘আমরা তাদের পা বা হাতে কিছু (বৈদ্যুতিন) চিপ লাগাতে পারি না যাতে তারা কী করে তা পর্যবেক্ষণ করতে পারে’’।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ সমস্ত বিধায়কদের ২৪x৭ সিসিটিভি পর্যবেক্ষণের আবেদনে বিস্ময় প্রকাশ করে বলেছে যে নির্বাচিত প্রতিনিধিদেরও নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে।
প্রাথমিকভাবে আবেদনকারী যখন সশরীরে হাজির হয়ে মামলা উপস্থাপনের জন্য ১৫ মিনিট সময় চেয়েছিলেন, তখন শীর্ষ আদালত তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করার বিষয়ে সতর্ক করে।
সশরীরে হাজির হয়ে আবেদনকারী বলেন, সাংসদ ও বিধায়করা জনপ্রতিনিধিত্ব আইনে বেতনভুক্ত প্রতিনিধি, যাঁরা আইন প্রণয়ন, পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং নির্বাচন পরবর্তী সময়ে জনগণের মতামতের প্রতিনিধিত্ব করেন।
জনস্বার্থ মামলায় যে পরিত্রাণ চাওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেছে। তবে আবেদনকারীর ওপর কোনো জরিমানা চাপানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Supreme Court
জনপ্রতিনিধিদের ওপর নজরদারী নিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে
×
Comments :0