World

ফের কিউবাকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা আমেরিকার

আন্তর্জাতিক

শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফের কিউবাকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা ট্রাম্পের। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ফের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এক সপ্তাহেরও কম সময় আগে মার্কিন পররাষ্ট্র দপতরের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারীদের’ তালিকা থেকে কিউবাকে বাদ দিয়েছিলেন। 
এই তকমাটি ইতিমধ্যে অবরুদ্ধ দ্বীপে একতরফা নিষেধাজ্ঞার উপর চাপ সৃষ্টি করেছে এবং একাধিক মানবিক সংকটকে উসকে দিয়েছে। কারণ এর মাধ্যমে কিউবাকে বিশ্ব বাণিজ্য থেকে বহিষ্কার করার অনানুষ্ঠানিক প্রভাব যুক্ত- যার ফলে জ্বালানির মতো মূল পণ্যগুলির ঘাটতি দেখা দিয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল ট্রাম্পের কিউবাকে তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে ‘ঔদ্ধত্য ও সত্যের প্রতি অবজ্ঞার কাজ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আধিপত্য বিস্তারের লক্ষ্যে কিউবার বিরুদ্ধে নিষ্ঠুর অর্থনৈতিক যুদ্ধ জোরদার করাই ট্রাম্পের লক্ষ্য।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ ট্রাম্পকে ‘ঔদ্ধত্যপূর্ণ মাতাল’ বলে অভিযোগ করেছেন। 
রদ্রিগেজ বলেছেন, ‘তার দৃঢ় সংকল্প কিউবার পরিবারগুলোর বিরুদ্ধে শাস্তি ও অর্থনৈতিক যুদ্ধ বাড়ানো। এতে ক্ষতি হবে, কিন্তু আমাদের জনগণের দৃঢ় সংকল্প ভঙ্গ হবে না। আমরা জিতবই’।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম আলবা মুভিমিয়েন্তোস কিউবাকে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করার ট্রাম্পের সিদ্ধান্ত এবং কিউবাকে অপসারণে বাইডেনের পদক্ষেপের শেষ মুহূর্তের প্রকৃতি উভয়েরই সমালোচনা করেছে। ‘‘দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার পর টেকনোফ্যাসিস্ট টাইকুন ডোনাল্ড ট্রাম্প কিউবাকে সন্ত্রাসবাদের ভুয়ো মদদদাতা রাষ্ট্রের তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে ২৪ ঘণ্টাও অপেক্ষা করতে পারেননি। তার পূর্বসূরি জো বাইডেনের শেষ মুহুর্তের কাপুরুষোচিত কাজটি মার্কিন শাসক শ্রেণীর সর্বশেষ অপরাধের মধ্যে আরেকটি, যিনি গতকাল ওয়াশিংটন থেকে সন্ত্রাসের নতুন যুগের সূচনা করেছিলেন’’।
বলিভারিয়ান অ্যালায়েন্স ফর দ্য পিপলস অব আওয়ার আমেরিকা-পিপলস ট্রেড এগ্রিমেন্ট (এএলবিএ-টিসিপি) কিউবাকে পুনরায় তালিকায় যুক্ত করার ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এএলবিএ-টিসিপি বলেছে, ‘‘আগের প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে স্বীকার করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা উল্লেখ করেছে: কিউবা সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে না এবং সর্বদা যে কোনও রূপে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে’’।
কিউবা সংহতি আন্দোলনের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোও ট্রাম্পের এই পদক্ষেপে প্রতিক্রিয়া দিয়েছে। আমেরিকার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্তর্জাতিক কমিটি ট্রাম্পের ‘‘নিষ্ঠুর ও খামখেয়ালি কাজের’’ নিন্দা করে লিখেছে যে সংস্থাটি ‘‘এই অবিচারের’’ নিন্দা করে এবং ‘‘এই ক্ষতিকারক নীতিগুলি চিরতরে শেষ না হওয়া পর্যন্ত লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ’’।

Comments :0

Login to leave a comment