আলিপুর আবহাওয়া দপ্তরের পুর্বাভাষ অনুযায়ী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্তরই নিম্নচাপে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হলে তা উত্তর দিকে এগোবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মোকা’। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর।
নিম্নচাপ সৃষ্টি হওয়ায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। ফলে বৃহষ্পতিবার থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। এদিকে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে আকার নিয়ে কোন অভিমূখে যাবে তা এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড়েরই নাম হবে ‘মোকা’। তার গতিবিধির দিকে নজর রেখে চলেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছে এই মুহূর্তে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গ ও পাহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গরম বাড়লেও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। মধ্য বঙ্গপোসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে রবিবার থেকেই ব্যপক ঝড় বৃষ্টি হবে আন্দামান-নিকোবরে। এদিকে সোমবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলোয়। সে সময় মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষোধাজ্ঞা জারি রয়েছে
Comments :0