কিংবদন্তী কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর স্মৃতিতে উৎসর্গীকৃত ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’র নিজস্ব ভবন নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে নিউটাউনে। এই উদ্দেশ্যে আগামী ১৭ জানুয়ারি তাঁর ১৫তম প্রয়াণ দিবসে ভিত্তি প্রস্তর স্থাপন এবং একটি সেমিনারের মধ্য দিয়ে সেই কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার, নিউটাউনে জ্যোতি বসু কেন্দ্রে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন ট্রাস্টের চেয়ারম্যান বিমান বসু।
তিনি জানান, ১৭ জানুয়ারি প্রথম দফার কাজ শুরু হবে। তারপরে বহু ধাপে ধীরে ধীরে কাজ এগোবে। ওই দিন স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তারপরে কেন্দ্র নির্মাণের নির্দিষ্ট জমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ইয়েচুরি।
দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের ওপরে যেসব চ্যালেঞ্জ আসছে সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই প্রয়াস। এদন বিমান বসু বলেন এই প্রকল্পে প্রধান সমস্যা হল অর্থ সংকট। যদিও, তিনি জানান, মোটামুটি ভাল সাড়াই মিলেছে অর্থ সংগ্রহে। তিনি আরও জানান, ‘‘আমাদের চুরির টাকা নেই, ইলেক্টরাল বন্ড নেই, যা অর্থ মিলেছে তা দিয়ে আপাতত প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে হবে। এরপরে আবারও মানুষের কাছে আমরা আবেদন জানাবো অর্থ সাহায্যের।’’
বৈঠকে সেলিম জানান, জ্যোতি বসু কেন্দ্রে অর্থদান সম্পূর্ণ আয়কর মুক্ত (৮০জি)। তিনি বলেন, বর্তমান সময় সমাজ বিজ্ঞান চর্চার যে সর্বনাশ করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ধরণের একটি কেন্দ্রের প্রয়োজন আছে। নতুন প্রজন্মকে শিক্ষিত, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে হলে এই ধরণের উদ্যোগ অনস্বীকার্য। তিনি আরো বলেন, ‘‘জ্যোতি বসু আজীবন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক পরিকাঠামোর সম্প্রসারণের জন্য কাজ করে গেছেন। তাঁর সেই কর্মকান্ডগুলির পুনরায় চর্চা করার সময় উপস্থিত হয়েছে এবং তার শুরুয়াত হবে আগামী ১৭ তারিখের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব এবং রেখা গোস্বামী, উত্তর ২৪ পরগণার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পানিগ্রাহী ও দেবাশিস চক্রবর্তী।
Comments :0