শনিবার আইএসেলের বড়ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ।যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায় । সব খেলার সেরা বাঙালির ফুটবলের সেরা ম্যাচ এই বড়ম্যাচ । ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই সমর্থদের আদরের দুই দলই শুধু নয় , যেন দুই ধর্মের প্রতীক । এই ডার্বি ম্যাচ আরো এটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ । শনিবারের এই ম্যাচ ৪০০তম ডার্বি ম্যাচ । এর আগে ৩৯৯ টি ম্যাচে পাল্লা ভারী লাল হলুদের । ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা যেখানে ১৪২ , সেখানে সবুজ মেরুন জিতেছে ১৩০ টি । এই ম্যাচের সর্বোচ্চ গোলদাতা বাইচুং ভুটিয়া । দুই দল মিলিয়ে বাইচুংয়ের গোলসংখ্যা ১৯ । ১৯৭৫ এ আইএফএ শিল্ডের ম্যাচে মোহনবাগানকে ৫ -০ হারায় ইস্টবেঙ্গল । এটিই এখনো পর্যন্ত সবথেকে বড় ব্যবধানে ডার্বি জয়ের ফলাফল ।
তবে ইস্টবেঙ্গল দল এখন অতীতের ছায়ামাত্র । আইএসেএলে এখনো পর্যন্ত জয় অধরা বিনো জর্জের । ৪ ম্যাচে পয়েন্টের ভাঁড়ার শূন্য । ডার্বিতে লাল হলুদের ডাগআউটে থাকবেন নতুন কোচ অস্কার ব্রুজোন । দলে চোট আঘাত সমস্যা নেই । শুক্রবার অনুশীলনেও প্লেয়ারদের যথেষ্ট আত্মবিশ্বাসী লাগলেও সাংবাদিক সন্মেলনে বিনো জর্জের শরীরী ভাষায় আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট । বিতর্কিত দলবদলের পর প্রথম ডার্বিতে নামার আগে চাপে থাকবেন আনোয়ারও । বিনোর মতে ডাবিটি জিতে তারা তাদের পয়েন্টের একাউন্ট খুলতে মরিয়া থাকবে । অন্যদিকে মহামেডানকে হারানোর পর আত্মবিশ্বাসের চূড়ায় মোহনবাগান । এশিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন গোল পেয়েছেন । ডার্বিতে তার গোলেই জয়ের আশায় বুঁদ হয়ে রয়েছেন সমর্থকরা । দলে চোট সাড়িয়ে নামবেন ডিফেন্ডার আলবার্তো । মলিনা পেয়ে গেছেন তার সেরা একাদশ । দুই বিদেশী ডিফেন্ডার , গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেনকে দিয়েই শুরু করবেন মলিনা । সাহালও ফিরবেন ম্যাচে । সবমিলিয়ে শক্তিশালী দলই মাঠে নামাবেন মলিনা । ৩ পয়েন্ট পেতে বদ্ধপরিকর তিনি ।
Comments :0