লাল হলুদের বিরুদ্ধে ডার্বিতে নামার আগে শুক্রবার প্রেস কনফারেন্সে সাদাকালো ব্রিগেডের কোচ আন্দ্রে চেরিশনভ জানান, ‘ইস্টবেঙ্গল ভুটানে ম্যাচ জিতে আসায় যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবে, তবে আমাদের দলও তৈরি। কাল দুটো দলই ভালো ফুটবল খেলবে।’
তার দলের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘পুরো দল ভালো না খেললে ডিফেন্সে চাপ পড়বেই। আমরা ম্যাচে অনেক গোল খাচ্ছি। এটা একটা দলগত খেলা, সবাই শেষ তিনটে ম্যাচের কথা বলছে, কিন্তু তার আগেও আমরা ভালো খেলেছি ।’ কালকের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন করতে পারি।
ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং ফোর্সকে আটকানো প্রসঙ্গে আন্দ্রে জানান, ‘ইস্টবেঙ্গল ম্যাচ অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করে, আমরা গোটা ইস্টবেঙ্গল দলটাকে নিয়েই ভাবছি ।’
মহামেডানে তার ভবিষ্যত সম্পর্কে তিনি জানান, ‘ভবিষ্যতে কি হবে জানিনা, তাই আমি মন দিয়ে আমার কাজ করে যাচ্ছি।’ আনসেলত্তির প্রসঙ্গে টেনে এনেও তিনি জানান ‘তাকে নিয়েও এইরকম প্রশ্ন উঠছে, এইটাই কোচিং জীবন।’
সমর্থকদের উদ্দেশ্যে আন্দ্রের বার্তা, ‘আমাদের দলটা বেশ তারুণ্যে ভরপুর, সমর্থকরা আমাদের থেকে ভালো ফলাফল আশা করছেন, কিন্তু একটু সময় দেওয়াটা প্রয়োজন।’
আন্দ্রে বলেন যে , শুক্রবার প্র্যাকটিসের পর তারা প্রথম একাদশ ঠিক করবেন ।
Comments :0