ব্যালট বিভ্রাট! প্রার্থীদের নামের পাশে ছাপা ভুল , ১৩ নং প্রার্থীর বদলে ১৫ নং প্রার্থীর ব্যালট পেপারে ভোট। ভোট বন্ধ হবে না। ঐভাবেই চালিয়ে যাওয়ার নির্দেশ বি ডি ও -র। ভোটগ্রহন কেন্দ্রে উত্তেজনা। জানা গেছে রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুর বুথে ব্যালট বিভ্রাটে উত্তেজনা। ১৫ নং পঞ্চায়েত সমিতির আসন মহিলাদের জন্যে সংরক্ষিত। সেই ব্যলট পেপার রামপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথে, যদিও এই পঞ্চায়েত সমিতির আসন সাধারণের জন্যেরায়গঞ্জ ব্লকের রামপুর ভোট কেন্দ্র। এখানে পঞ্চায়েত সমিতির। ১৩ নম্বর পঞ্চায়েতে প্রার্থীর ব্যলট পেপার নেই, সেখানে ১৫ নং পঞ্চায়েতের ব্যালটে ভোট হচ্ছে।
এ ব্যাপারে রায়গঞ্জের বি ডি ও ভোট কর্মীদের বলেন যা ব্যাল্ট পেপার আছে তা দিয়েই কাজ চালিয়ে যান। এদিকে রায়গঞ্জ ব্লকের ৫৭ নং বুথে মারাইকুড়া নির্দল প্রার্থীর স্বামী মাথা ফেটেছে। ভোট বন্ধ হয়ে গেছে। তৃণমূলের পরাজয় নিশ্চিত বুঝেই বুথের মধ্যে লাঠি নিয়ে রে রে সি পি আই ( এম) এর দিকে। প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটলো প্রার্থীর স্বামী ও এজেন্টের। মারাইকুড়া জি পি-র ভিড়িয়ার বুথে খালেক এর স্ত্রী সাহেদা খাতুন বামফ্রন্ট মনোনীত জোট প্রার্থী।
Comments :0