ষষ্ঠ দফার ভোটে সকাল সকাল ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ গৌতম গম্ভীর, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ভোট গ্রহণ চলছে ছয়টি রাজ্য এবং দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। বিকেল ৫টা পর্যন্ত, ৫৭.৭০ শতাংশ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে, দিল্লিতে ৫৩.৭৩% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৭৭.৯৯% ভোট পড়েছে। বিহার ৫২.২৪%, হরিয়ানা ৫৫.৯৩%, জম্মু ও কাশ্মীর ৫১.৩৫%, ঝাড়খণ্ড ৬১.৪১%, ওডিশা ৫৯.৬০%, উত্তর প্রদেশ ৫২.০২%,
১১ কোটিরও বেশি ভোটার ৫৮টি আসন জুড়ে সাধারণ নির্বাচনের ষষ্ঠ ধাপে প্রতিদ্বন্দ্বী ৮৮৯ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
আজ বিহার (৮টি আসন), হরিয়ানা (১০টি আসন), জম্মু ও কাশ্মীর (১টি), ঝাড়খণ্ড (৪), দিল্লি (৭টি আসন), ওড়িশা (৬), উত্তরপ্রদেশ (১৪) এবং পশ্চিমবঙ্গ (৮টি আসন) নির্বাচনে ভোট চলছে।
Comments :0