মা বাবা-র মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের ১৫ বছরের মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ভানওয়ারপুরা থানা এলাকায়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা নাবালিকার ভাই, বোন ও বাবা-মাকেও মারধর করে বলে অভিযোগ।
ঘটনার দুইদিন পর বুধবার থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার বাবা, মা। তাঁরা জানিয়েছেন, তাঁদের মাথায় বন্দুক রেখে, চোখের সামনে তাদের মেয়েকে দলবেধে ধর্ষণ করে তিন যুবক। নির্যাতিতার পরিবারের অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে বাথরুমে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। এসময় অস্ত্র তিন দুস্কৃতী মেয়েটিকে ঘিরে ফেলে। মেয়ের চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এসে দেখেন দুই জন নাবালিকাকে ধরে রয়েছে। আর একজন তাদের মেয়ের গলা চেপে ধরে আছে। মা বাবা-র মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের সামনেই মেয়েকে দলবেঁধে ধর্ষণ করে ৩ দুষ্কৃতী। অভিযোগ বাবা-মা বাধা দিলে বাবা মা ও কিশোরীর ভাইকে মারধর করে দুষ্কৃতীরা। ঘটনার দুই দিন পর তিন দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে সন্ধেহভাজন একজনকে আটক করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
Minor girl gang-raped
বাবা-মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে মধ্যপ্রদেশে নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
×
Comments :0