ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২ মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদী বিরোধী অভিযান এখনও চলছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার কারগুট্টা পাহাড়ে বুধবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। সিআরপিএফ, জেলা রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা এই অভিযানে শামিল হয়েছে। পুলিশ এবং সিআরপিএফের ঊর্ধ্বতন আধিকারিকরা এই অভিযান পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিন নিরাপত্তরক্ষী বাহিনীর তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, অপারেশন ‘সংকল্প’ একটি বিশাল মাওবাদী বিরোধী উদ্যোগ। ‘আন্তঃরাজ্য সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ের জঙ্গলে বুধবার সকালে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। পাহাড়ের ঘন জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় তীব্র গরমে অভিযান চালানো কঠিন বিষয় ছিল। জঙ্গলে ল্যান্ড মাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। তবুও নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত, ২২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত ২১ এপ্রিল থেকে অপারেশন সংকল্পের অধীনে নিহত মাওবাদীদের সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে।
Encounter Chhattisgarh
ছত্তিশগড়ে সংঘর্ষে ২২ মাওবাদীর মৃত্যু

×
Comments :0