Fake Lottery Tickets

জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে ধূপগুড়িতে ধৃত ৩

জেলা

জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগে ধৃত ৩ অভিযুক্তকে গ্রেপ্তার। লটারির জাল টিকিট বিক্রির অভিযোগে সিআইডির চার জনের একটি দল শুক্রবার দুপুরে হানা দেয় ধূপগুড়ি থানার ঝার আলতা দুই নম্বর গ্রামপঞ্চায়েতের  খট্টিমারি বাজারে। প্রত্যন্ত গ্রামীণ এই বাজারে ফুটপাতে এবং ঘুরে ঘুরে লটারি টিকিট বিক্রির সময়ে তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। জানা গেছে লটারির জাল টিকিট বিক্রির অভিযোগ পেয়ে সিআইডি তদন্ত করে এই গ্রামের হদিস  পায়। ধৃতদের ধূপগুড়ি থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারিরা। 
 

Comments :0

Login to leave a comment